ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
সোমবার (৩০ জুন) সচিবালয়ে চীনের বিশেষজ্ঞ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন,
"দূষণ রোধে পুরনো ও মেয়াদোত্তীর্ণ গাড়ি ধাপে ধাপে সড়ক থেকে তুলে নেওয়া হবে। পরিবহন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চালানো হবে।"
তিনি জানান, ইতোমধ্যে নতুন ২৫০টি বাস কেনার অনুমোদন দেওয়া হয়েছে, যা রাজধানীর গণপরিবহনে যুক্ত হবে শিগগিরই।
ঢাকার চারপাশে 'নো ব্রিক ফিল্ড জোন' ঘোষণা করা হবে
শীত মৌসুম শুরুর আগেই অর্থাৎ অক্টোবরের মধ্যে ভাঙাচোরা রাস্তা সংস্কারের কাজ শুরু হবে
ধুলাবালি নিয়ন্ত্রণ করে শহরের বায়ুর মান উন্নত করার চেষ্টা থাকবে
উপদেষ্টা আরও বলেন,
"এবার শীতে আমরা চাই ধূলা দূষণ কমুক এবং নগরবাসী যেন স্বস্তিতে থাকতে পারে। এজন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছি।"
সচিবালয়ের বৈঠকে অংশ নেওয়া চীনের প্রতিনিধি দল বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিজ দেশের কার্যকর কৌশলগুলো বাংলাদেশের সংশ্লিষ্টদের সামনে তুলে ধরেন।
উপদেষ্টা বলেন,
“আমরা চীনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের জন্য প্রযোজ্য কৌশলগুলো গ্রহণ করবো।”
উদ্যোগ | লক্ষ্যমাত্রা |
---|---|
মেয়াদোত্তীর্ণ গাড়ি অপসারণ | বায়ুদূষণ কমানো ও যানজট হ্রাস |
২৫০টি নতুন বাস | আধুনিক পরিবহন ব্যবস্থা |
নো ব্রিক ফিল্ড জোন | ইটভাটাজনিত দূষণ বন্ধ |
রাস্তা সংস্কার | ধুলা নিয়ন্ত্রণ ও ভ্রমণ স্বস্তি |
চীনের অভিজ্ঞতা | দীর্ঘমেয়াদি টেকসই বায়ু উন্নয়ন |
#বায়ুদূষণ #রিজওয়ানা_হাসান #পরিবেশনীতি #মেয়াদোত্তীর্ণ_গাড়ি #নতুনবাস #নো_ব্রিকফিল্ড_জোন #ঢাকা_রাস্তা_সংস্কার #ClimateActionBD