ডেস্ক রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:১৮ এএম
আপডেট: মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১০:১৮ এএম
ড. সালেহউদ্দিন বলেন, “নির্বাচনের জন্য অর্থ বরাদ্দের ক্ষেত্রে আমরা কোনো রকম কমতি বা কার্পণ্য করব না। চলতি অর্থবছরেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সরকার আগেই নির্বাচনী বাজেট ঠিক করেছে।”
বৈঠকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিং, ডিএপি ও ইউরিয়া সার কেনা, এলএনজির সরবরাহ বৃদ্ধি এবং রংপুরে ৩০টি স্কুল পুনর্নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে।
অর্থ উপদেষ্টা জানান, এলএনজি আসার ফলে সার সরবরাহ আরও বাড়ানো সম্ভব হবে।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। তিনি এনবিআরকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা বিষয়ক প্রজ্ঞাপনের বিষয়ে বলেন, “প্রজ্ঞাপনটি সম্পূর্ণ চূড়ান্ত এবং পরবর্তী কোনো প্রজ্ঞাপন নেই। আমি প্রজ্ঞাপন জারি করেছি, কিন্তু সিদ্ধান্তদাতা নই।”
চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব আগামী বুধবার নির্ধারণ করা হবে জানিয়ে তিনি বলেন, “পরিচালনার দায়িত্ব আগামী ৬ মাসের জন্য দেওয়া হবে, তবে এটি টেন্ডারের মাধ্যমে হবে না।”
ড. সাখাওয়াত বলেন, বন্দর সম্পূর্ণ বন্ধ ছিল না। পণ্য বন্দরে ঢুকে জাহাজে পরিবহন করা হচ্ছে। ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি তবে খুব বেশি ক্ষতি হয়নি।
শ্রম উপদেষ্টা আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনি না থাকলেও কোনো কাজ থেমে থাকবে না। এটা শুধু বাংলাদেশেই নয়, পৃথিবীর কোনো দেশে সম্ভব নয়।”
সরকার নির্বাচনী বাজেট বরাদ্দ ও অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করছে এবং বন্দর ও শিল্প ক্ষেত্রে দ্রুততা আনার পদক্ষেপ নিচ্ছে বলে প্রতিবেদনে জানা গেছে।