ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ০১ জুলাই ২০২৫
আপডেট : ০১ জুলাই ২০২৫
আজ (মঙ্গলবার) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ গঠন সংক্রান্ত শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন বলেন,
“আমি মনে করি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। আমি আদালতে ডিসচার্জ (অব্যাহতির) আবেদন করবো।”
তিনি আরও বলেন, “এই মামলা থেকে তাদের খালাস দেওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করবো। এমন নজির আগে না থাকলেও ভবিষ্যতের জন্য নতুন নজির তৈরি হতেই পারে।”
এই মামলায় অভিযুক্ত তিনজন হলেন:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা (পলাতক)
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (পলাতক)
সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
১. উসকানিমূলক বক্তব্য প্রদান
২. হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ
৩. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদকে গুলি করে হত্যা
৪. চানখাঁরপুলে ছয়জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা
৫. আশুলিয়ায় ছয়জনকে আগুনে পুড়িয়ে হত্যা
চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম আজ দুপুরে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করেন।
আইনজীবী আমির হোসেন দাবি করেন, তিনি নথিপত্র হাতে পেয়েছেন মাত্র ২৫ জুন, তাও অসুস্থতার মধ্য দিয়ে যাচ্ছিলেন।
তাই মামলার প্রস্তুতির জন্য তিনি ১৫ দিনের সময় চান।
ট্রাইব্যুনাল ৬ দিনের সময় মঞ্জুর করে পরবর্তী শুনানির তারিখ আগামী সোমবার নির্ধারণ করেছে।
সেদিন আসামিপক্ষের পক্ষ থেকে যুক্তি উপস্থাপন করা হবে।
এই মামলার শুনানি নিচ্ছেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
শেখ হাসিনা
, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
, জুলাই অভ্যুত্থান
, মানবতাবিরোধী অপরাধ
, রাষ্ট্রনিযুক্ত আইনজীবী
, আসাদুজ্জামান খান
, আইজিপি মামুন
, বাংলাদেশ রাজনীতি
, আদালত সংবাদ
, WarCrimes