ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
সোমবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা চত্বরে প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে শুরু হয় মূল আলোচনা অনুষ্ঠান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইয়াছিন আরাফাত রানা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
মনির হোসেন কামাল, আহ্বায়ক, সুন্দরবন সাংবাদিক ফোরাম
মোস্তফা কামাল টিটু, সাবেক চেয়ারম্যান, ঢলুয়া ইউনিয়ন পরিষদ
মোশাররফ হোসেন, সাংবাদিক ও দৈনিক দীপাঞ্চলের প্রতিষ্ঠাতা
উপজেলা যুব ফোরামের সদস্যবৃন্দ
বক্তারা বলেন,
“পলিথিন ও প্লাস্টিক আমাদের জীববৈচিত্র্য ও মাটি-পানির জন্য মারাত্মক হুমকি। এটি শুধু পরিবেশ নয়, মানব স্বাস্থ্যের জন্যও বিপজ্জনক। এই দূষণ থেকে মুক্তি পেতে হলে আমাদের বিকল্প ব্যবহার নিশ্চিত করতে হবে।”
আলোচনার পর স্থানীয় ব্যবসায়ীদের মাঝে পলিথিনের বিকল্প হিসেবে পরিবেশবান্ধব ব্যাগ বিতরণ করা হয়। আয়োজকেরা জানান, এটি একটি প্রতীকী উদ্যোগ হলেও বাস্তবিক পরিবর্তনের সূচনা।
‘রূপান্তর ইকো সুন্দরবন প্রকল্প’ বর্তমানে দেশের ১৭টি উপজেলায় ১৭টি যুব নেটওয়ার্ক পরিচালনা করছে, যারা নিয়মিতভাবে প্লাস্টিক দূষণবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পালন করছে।
বরগুনা সদর উপজেলা যুব নেটওয়ার্কের পক্ষ থেকে জানানো হয়,
“এই আয়োজনের মাধ্যমে শুধু এক দিনের অনুষ্ঠান নয়, আমরা দীর্ঘমেয়াদীভাবে স্থানীয় জনগণকে পরিবেশবান্ধব জীবনে অভ্যস্ত করতে কাজ করবো।”
#WorldEnvironmentDay2025 #বরগুনা #পলিথিন_বিরোধী_র্যালি #পরিবেশ_দিবস #প্লাস্টিক_দূষণ #গাছরোপণ #রূপান্তর_ইকো_সুন্দরবন #YouthNetwork #EcoFriendly #পরিবেশ_সচেতনতা #BanglaNews #EnvironmentNews