ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
এই সম্ভাব্য নতুন জোটের অংশ হিসেবে সম্প্রতি চীনের কুনমিং শহরে একটি ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে চীন, পাকিস্তান ও বাংলাদেশের শীর্ষ কূটনীতিকরা অংশ নেন। বৈঠকটি হয় গত ১৯ জুন, যা ভারতের দৃষ্টিগোচর হয়েছে এবং কিছুটা উদ্বেগও তৈরি করেছে কূটনৈতিক মহলে।
পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইসলামাবাদ ও বেইজিং দীর্ঘদিন ধরেই আঞ্চলিক সহযোগিতা জোরদারে নতুন কাঠামোর পক্ষে কাজ করছে। একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ‘সার্ক কার্যত অচল হয়ে যাওয়ায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য নতুন প্ল্যাটফর্ম তৈরির এখনই উপযুক্ত সময়।’
জোট গঠনের লক্ষ্যে পরিকল্পিত বৈঠকের মূল উদ্দেশ্য ছিল অন্যান্য সার্ক সদস্য দেশগুলোকেও নতুন প্ল্যাটফর্মে যুক্ত করা।
প্রস্তাবিত নতুন জোটে ভারতকে আমন্ত্রণ জানানো হতে পারে বলেও জানানো হয়েছে। তবে একাধিক বিশ্লেষক মনে করছেন, ভারত সেই আমন্ত্রণে সাড়া দেবে না, কারণ ভারতের আঞ্চলিক কূটনীতি, নিরাপত্তা উদ্বেগ এবং পশ্চিমঘেঁষা অবস্থান এই জোটের নীতির সঙ্গে সাংঘর্ষিক।
তবে শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তানসহ আরও কয়েকটি দেশ এই জোটে যোগ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
১৯৮৫ সালে গঠিত সার্ক দীর্ঘদিন দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংহতির প্রতীক হিসেবে পরিচিত ছিল। কিন্তু পাকিস্তান-ভারত দ্বন্দ্ব এর কার্যকারিতা ব্যাহত করেছে। সর্বশেষ সার্ক সম্মেলন হওয়ার কথা ছিল ২০১৬ সালে ইসলামাবাদে, কিন্তু ভারত সেটি বয়কট করে, এবং বাংলাদেশের তৎকালীন ভারতপন্থি সরকারও অংশ নেয়নি।
এরপর থেকে সার্ক কার্যত অচলাবস্থায় রয়েছে। এমনকি পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের ব্যবসায়ীদের জন্য সার্ক ভিসা সুবিধাও বাতিল করে দেয়, যা সংস্থাটির ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তোলে।
নতুন জোটের মূল লক্ষ্য হবে:
বাণিজ্য ও অবকাঠামোগত সংযোগ বৃদ্ধি
মতাদর্শগতভাবে একমত দেশগুলোর একত্রিত হওয়া
সার্কের সীমাবদ্ধতা কাটিয়ে আরও কার্যকর আঞ্চলিক সংহতি
বিশ্লেষকরা মনে করছেন, এটি শুধু একটি অর্থনৈতিক জোট নয়, বরং ভূরাজনৈতিকভাবে পশ্চিমা জোটগুলোর প্রভাবের প্রতিদ্বন্দ্বী হিসেবেও এটি কার্যকর ভূমিকা রাখতে পারে।
এছাড়া পর্যবেক্ষকরা মনে করছেন, ভারত সম্প্রতি সাংহাই সহযোগিতা সংস্থা (SCO)-তেও আগ্রহ হারিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরপর দুটি এসসিও সম্মেলনে অংশ নেননি। SCO-তে রয়েছে চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তানের মতো দেশ, যা ভারতের কৌশলগত অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।
#আন্তর্জাতিক_রাজনীতি #চীন #পাকিস্তান #বাংলাদেশ #সার্ক #আঞ্চলিক_জোট #SouthAsia #SCO #নতুন_আঞ্চলিক_জোট #IndiaChina #BangladeshForeignPolicy #ChinaPakistanAlliance #DiplomaticNews #Geopolitics