ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
রোববার রাতে ফক্স নিউজে প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি বলেন,
“যদি তারা (ইরান) শান্তিপূর্ণভাবে থাকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয় এবং আর কোনো ক্ষতির চেষ্টা না করে, তাহলে আমি নিষেধাজ্ঞা তুলে নিতে পারি।”
তিনি আরও বলেন,
“আমাদের লক্ষ্য অর্জনে কঠোর হওয়ার বদলে সদয় হওয়াটাই বেশি কার্যকর। শান্তির মাধ্যমে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব।”
সাক্ষাৎকারে ট্রাম্প ইরান সম্পর্কে আরও বলেন,
“যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার আগ মুহূর্তে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে পারেনি। এটি একটি ভারী ও বিপজ্জনক পদার্থ, যা এত অল্প সময়ে সরানো সম্ভব নয়।”
তিনি দাবি করেন,
“আমরা আগাম কোনো সতর্কবার্তা দিইনি। ফলে তারা ভাবতেও পারেনি আমরা এটা করে ফেলব।”
এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়েছিলেন—
“যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তবে তারা মার্কিন সামরিক ঘাঁটিগুলো টার্গেট করবে।”
এই হুমকির পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রক্রিয়া স্থগিত করেছিল। তবে এবার তিনি আরও নমনীয় অবস্থান দেখাচ্ছেন বলে বিশ্লেষকদের ধারণা।
ট্রাম্পের সর্বশেষ এই মন্তব্য ইঙ্গিত দেয়, কূটনৈতিক আলোচনার পথ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। যদিও দুই দেশের মধ্যে পারমাণবিক কার্যক্রম, মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে তীব্র উত্তেজনা বিরাজ করছে।
বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই কৌশল হয়তো আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপ্রিয় নেতা হিসেবে নিজের অবস্থান মজবুত করার একটি প্রয়াস।
#ডোনাল্ড_ট্রাম্প #ইরান #যুক্তরাষ্ট্র #নিষেধাজ্ঞা #আন্তর্জাতিক_রাজনীতি #মধ্যপ্রাচ্য #পারমাণবিক_কর্মসূচি #IranUSRelations #TrumpInterview #FoxNews #Geopolitics #Diplomacy