ইন্টারন্যাশনাল ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫
আপডেট : ৩০ জুন ২০২৫
মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল জানিয়েছেন, আটককৃতদের অনেকেই আইএস-এর মতাদর্শে উগ্রপন্থায় প্রভাবিত হয়ে চরমপন্থি কর্মকাণ্ডে জড়িয়েছিল।
খালিদ ইসমাইল জানান, আটকরা মালয়েশিয়ার Security Offences (Special Measures) Act 2012-এর আওতায় গ্রেপ্তার হন। এর মধ্যে কয়েকজনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, এবং বাকি ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।
“তদন্ত শেষ হলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে,” বলেন পুলিশপ্রধান।
মালয়েশিয়ার গোয়েন্দা সংস্থা Special Branch–এর তথ্যানুসারে, এই বাংলাদেশিরা দেশটিতে বসে আইএস-এর অনুরূপ একটি সন্ত্রাসী নেটওয়ার্ক গঠনের চেষ্টা করছিল। উদ্দেশ্য ছিল:
নিজ সম্প্রদায়ের মধ্যে চরমপন্থি মতাদর্শ প্রচার
সন্ত্রাসী কার্যকলাপে অর্থ সংগ্রহ
এবং শেষ পর্যন্ত নিজ দেশে সরকার উৎখাতের পরিকল্পনা করা
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, ২৪ এপ্রিল থেকে শুরু হওয়া সমন্বিত নিরাপত্তা অভিযানে এই বাংলাদেশিদের সেলাঙ্গর ও জোহর প্রদেশে তিনটি ধাপে আটক করা হয়।
৫ জনকে সন্ত্রাসবাদ মামলায় মালয়েশিয়ার শাহ আলম ও জোহর বারু কোর্টে অভিযুক্ত করা হয়েছে
১৫ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে
বাকি ১৬ জন এখনো পুলিশের হেফাজতে, তদন্ত চলছে
বিশ্লেষকরা বলছেন, এ ধরনের ঘটনা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি অভিবাসীদের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা, অভিবাসন নীতি এবং সন্ত্রাসবিরোধী সহযোগিতার ক্ষেত্রেও নতুন প্রশ্ন তৈরি হচ্ছে।
বাংলাদেশ সরকার এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।
#মালয়েশিয়া #বাংলাদেশি_আটক #আইএস #সন্ত্রাসবাদ #আন্তর্জাতিক_সংবাদ #বাংলাদেশ_মালয়েশিয়া #চরমপন্থা #জঙ্গিবাদ #ISBangladesh #মালয়েশিয়া_পুলিশ #MalaysiaArrest #BangladeshiMilitants #TerrorismNews