ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ২২ মে ২০২৫
আপডেট : ২২ মে ২০২৫
গত ঈদুল ফিতরের আগে নতুন নোট বাজারে না ছাড়লেও এবার পরিস্থিতি ভিন্ন।
গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (টাঁকশাল) ইতিমধ্যে এই নোটগুলোর ছাপানোর কাজ শুরু করেছে। তবে, নতুন নোটের ডিজাইনে একটি উল্লেখযোগ্য পরিবর্তন রয়েছে। এতে শেখ মুজিবুর রহমানের ছবি থাকছে না। তার পরিবর্তে, জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি ও পূর্বের নকশা পুনরায় ব্যবহার করা হচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, ঈদের আগেই নতুন নোট বাজারে আসবে এবং এই নোট ছাপানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। তবে, ঠিক কবে কোন নোট বাজারে আসবে সে বিষয়ে বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।
বাংলাদেশ ব্যাংকের সূত্র জানায়, ২০ টাকার নোটের ছাপানোর কাজ শেষ পর্যায়ে। আগামী সপ্তাহে এই নোটটি বাংলাদেশ ব্যাংক এর কাছে হস্তান্তর করা হবে, এবং পরবর্তী সপ্তাহে ৫০ ও ১০০০ টাকার নোট হস্তান্তর হবে। এসব নতুন নোট প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস ও অন্যান্য শাখায় পৌঁছাবে এবং পরে সেগুলি ব্যাংকগুলোতে বিতরণ করা হবে। ঈদের ছুটি শুরুর আগে সীমিত পরিসরে নতুন নোট ছাড়ার পরিকল্পনা রয়েছে, তবে ছাপানো নোটের পরিমাণ চাহিদার তুলনায় কম বলে জানা গেছে।
গত ১০ মার্চ, শেখ মুজিবুর রহমানের ছবি সহ নোটের বিতর্কের কারণে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের একটি চিঠি পাঠিয়ে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখতে বলেছিল। এরপর, নতুন নোট বিনিময় বন্ধ হয়ে গেলে বাজারে ছেঁড়া-ফাটা নোটের সংকট দেখা দেয়।
এদিকে, নতুন নোটের ছাপানোর কাজ এখন শেষ পর্যায়ে এবং বাজারে সরবরাহ শিগগিরই শুরু হবে, যা দেশের অর্থনৈতিক ব্যবস্থার উন্নতি এবং জনগণের জন্য এক বড় সুবিধা হয়ে দাঁড়াবে।